Loading...

অনলাইনে মাদরাসা নিবন্ধন কীভাবে করব?

  • নতুন মাদরাসা নিবন্ধনের ক্ষেত্রে, HEMS পাবলিক প্ল্যাটফর্মে প্রবেশ করার পর "সনদ প্রাপ্তির আবেদন এবং যাচাইকরণ" অংশের নিচে “মাদরাসার নাম দাখিল” বাটনে ক্লিক করুন। নতুন মাদরাসার নাম দাখিলের নিয়মাবলী পাঠের স্বীকারোক্তি দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করুন। মাদরাসার নাম দাখিলকারীর অর্থাৎ আপনার তথ্য পূরণ করুন এবং “পরবর্তী” বাটনে ক্লিক করুন।
  • তথ্যে দেয়া ফোন নম্বরে ৬ ডিজিটের একটি ওটিপি প্রেরণ করা হবে, ওটিপি নম্বরটি টাইপ করুন। আপনার একাউন্ট তৈরি করার জন্য পাসওয়ার্ড সেট করুন। পাসওয়ার্ডটি ২বার টাইপ করুন। এই ধাপ সফল হলে নিবন্ধনের জন্য মাদরাসার তথ্য পূরণ করতে হবে। প্রয়োজনীয় তথ্যাদি পূরণ করে “দাখিল করুন” বাটনে ক্লিক করুন। আবেদনটি আল-হাইআতুল উলিয়া অ্যাডমিনের নিকট অনুমোদনের জন্য পাঠানো হয়ে যাবে।
  • আবেদন অনুমোদিত হলে মাদরাসাটির নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন হবে।