Loading...

১৪৪৭ হিজরী/২০২৬ ঈসাব্দের দাওরায়ে হাদীস পরীক্ষার নিবন্ধন শুরু

প্রকাশকাল: ২৪ জুলাই ২০২৫ - ১৫:১০:১৩
সকল মাদরাসা-অ্যাডমিনকে অনলাইনে স্ব স্ব মাদরাসার দাওরায়ে হাদীস পরীক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম আঞ্জাম দেয়ার অনুরোধ করা হল। নিবন্ধন কার্যক্রম ২০ সফর ১৪৪৭ হিজরী থেকে শুরু হয়ে ৫ রবীউস সানী ১৪৪৭ হিজরী পর্যন্ত চলবে। সাধারণ সময় : ২০ সফর থেকে ২৯ রবীউল আউওয়াল। বর্ধিত সময় : ১ রবীউস সানী থেকে ৫ রবীউস সানী। এরপর নিবন্ধনের কোন আবেদন গ্রহণ করা হবে না। [পরীক্ষার্থী নিবন্ধন ফরম, নেগরান আবেদন ফরম, মুমতাহিন আবেদন ফরম, মারকায আবেদন ফরম, মারকায পরিবর্তন ফরম ও নিবন্ধন নির্দেশিকা, মাদরাসা এডমিনগণ অনলাইনে নিজ নিজ মাদরাসা ড্যাশবোর্ডের রিপোর্ট সংক্রান্ত’ মেনু থেকে ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন।]

মুমতাহিন নিয়োগপত্র

প্রকাশকাল: ১৮ ফেব্রুয়ারী ২০২৫ - ১৯:১২:২৯
মুহতারাম মাদরাসা এডমিনগণ! মেহেরবানী করে নিজ নিজ আইডিতে লগিন করে মুমতাহিন নিয়োগপত্র ডাউনলোড ও প্রিন্ট করুন এবং আপনার মাদরাসার মুমতাহিনগণের মাঝে বিতরণ করুন।

পরীক্ষার খাতার কভারপেজ

প্রকাশকাল: ১৩ ফেব্রুয়ারী ২০২৫ - ০৪:৪৯:৫২
আলহামদুলিল্লাহ, মুওয়াত্তা ইমাম মালিক ও মুওয়াত্তা ইমাম মুহাম্মাদ এর পরীক্ষার খাতার কভারপেজ (টপশিট) পাবলিশ করা হয়েছে।

দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু

প্রকাশকাল: ১২ ফেব্রুয়ারী ২০২৫ - ২২:১১:১৫
আজ ২৪ শা‘বান ১৪৪৬ হিজরী, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ঈসাব্দ, সোমবার মুওয়াত্তা ইমাম মালিক ও মুওয়াত্তা ইমাম মুহাম্মদ এর পরীক্ষা অনুষ্ঠিত হবে ইন-শা-আল্লাহ।

সতর্কীকরণ

প্রকাশকাল: ০৪ ফেব্রুয়ারী ২০২৫ - ১৪:৪৫:১৪
মাদরাসা এডমিনদের দৃষ্টি আকর্ষণ করছি! আল-হাইআতুল উলয়ার সফটওয়্যারে আপনার প্রবেশাধিকার একটি আমানত। আপনি আপনার আইডি, পাসওয়ার্ড ও ওটিপি এবং সফটওয়্যারের কোন ফাইল বা রিপোর্ট যা গোপনীয়, তা অন্য কারো সঙ্গে শেয়ার করবেন না। যদি এরূপ কিছু করেন, আল্লাহর নিকট আপনি অপরাধী সাব্যস্ত হবেন, আল-হাইআতুল উলয়ার সম্মান ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে এবং সংশ্লিষ্ট উলামায়ে কেরাম ও তালেবে ইলমগণ ক্ষতিগ্রস্ত হবেন।

নিবন্ধনপত্র ও প্রবেশপত্র ডাউনলোড

প্রকাশকাল: ২৬ জানুয়ারি ২০২৫ - ১৭:২৯:১১
প্রিয় মাদরাসা এডমিন! আপনার মাদরাসার দাওরায়ে হাদীস পরীক্ষার্থীদের নিবন্ধনপত্র, প্রবেশপত্র ও নেগরান নিয়োগপত্র প্রস্তুত আছে। ডাউনলোড ও প্রিন্ট করে নিবন্ধনপত্র ও প্রবেশপত্র মাদরাসার মুহতামিম অথবা নাজেমে তা‘লীমাত সাহেবের স্বাক্ষরসহ বিতরণ করুন এবং নেগরানকে তার নিয়োগপত্র প্রদান করুন।

নতুন মাদরাসাকে মারকাযে অন্তর্ভুক্ত করুন

প্রকাশকাল: ১০ নভেম্বর ২০২৪ - ১১:৩৯:৪০
নতুন মাদরাসার এডমিনগণ! যারা দাওরায়ে হাদীস পরীক্ষার জন্য প্রথমবার নিবন্ধন করেছেন, তারা কোন মারকাযে পরীক্ষা দিতে চান, তা উল্লেখ করে আজই আবেদন করুন। আবেদনের জন্য এডমিন প্যানেলে লগিন করে ‘মারকায সংক্রান্ত’ মেনু থেকে ‘মারকায পরিবর্তন’-এ ক্লিক করুন। এরপর নির্দেশনা অনুসরণ করুন। যারা ইতোমধ্যে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই।

পরীক্ষার ফি জমাদান

প্রকাশকাল: ০৩ নভেম্বর ২০২৪ - ১৬:১১:০২
দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফি জমা দেওয়ার সাধারণ সময় শেষ ২৫ জুমাদাল উলা ১৪৪৬ হিজরী, ২৮ নভেম্বর ২০২৪ ঈসাব্দ, বৃহস্পতিবার। বিলম্ব ফিসহ ১১ জুমাদাল উখরা ১৪৪৬ হিজরী, ১৪ ডিসেম্বর ২০২৪ ঈসাব্দ পর্যন্ত পরীক্ষার ফি গ্রহণ করা হবে।

নেগরান ও মুমতাহিন আবেদন

প্রকাশকাল: ১৫ অক্টোবর ২০২৪ - ১৮:১২:৫৮
গত বছর যারা দাওরায়ে হাদীস পরীক্ষার নেগরান ও মুমতাহিন ছিলেন না, ১৪৪৬ হিজরীর নেগরান ও মুমতাহিন হিসাবে তাদের আবেদন গ্রহণ করা হচ্ছে। আবেদনের শেষ তারিখ ২০ জুমাদাল উখরা, ২৩ ডিসেম্বর।

নতুন মারকায ও মাদরাসা পরিবর্তন

প্রকাশকাল: ১৯ সেপ্টেম্বর ২০২৪ - ১৩:১১:৫৩
২৯ রবীউল আউওয়াল/৩ অক্টোবর পর্যন্ত নতুন মারকাযের আবেদন এবং মারকায পরিবর্তনের আবেদন গ্রহণ করা হবে।