গত বছর যারা দাওরায়ে হাদীস পরীক্ষার নেগরান ও মুমতাহিন ছিলেন না, ১৪৪৬ হিজরীর নেগরান ও মুমতাহিন হিসাবে তাদের আবেদন গ্রহণ করা হচ্ছে। আবেদনের শেষ তারিখ ২০ জুমাদাল উখরা, ২৩ ডিসেম্বর।
|
২৯ রবীউল আউওয়াল/৩ অক্টোবর পর্যন্ত নতুন মারকাযের আবেদন এবং মারকায পরিবর্তনের আবেদন গ্রহণ করা হবে।
|
৩ অক্টোবর রাত ১১.৫৯ মিনিটের পর নিবন্ধনের সুযোগ থাকবে না।
|
সকল মাদরাসা-অ্যাডমিনগণকে অনলাইনে স্ব স্ব মাদরাসার দাওরায়ে হাদীস পরীক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম আঞ্জাম দেয়ার অনুরোধ করা হল। ১৯ সফর ১৪৪৬ হিজরী থেকে শুরু হয়ে ২৯ রবীউল আউওয়াল ১৪৪৬ হিজরী পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে। সাধারণ সময় : ১৯ সফর থেকে ১৯ রবীউল আউওয়াল। বর্ধিত সময় : ২০ রবীউল আউওয়াল থেকে ২৯ রবীউল আউওয়াল।
|
আগামীকাল সোমবার, ২৮ রমাযান, ৮ এপ্রিল দুপুর ১২টার পর ১৪৪৫ হিজরী/২০২৪ ঈসাব্দের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফলাফল প্রকাশ পাবে, ইন-শা-আল্লাহ।
|
ইন-শা-আল্লাহ ৮:৪৭ মিনিটে আবু দাঊদ শরীফের প্রশ্ন প্রেরণ করা হবে।
|
আলহামদুলিল্লাহ, মুওয়াত্তা ইমাম মালিক ও মুওয়াত্তা ইমাম মুহাম্মাদের টপশিট (কভারপেজ) পাবলিশ করা হয়েছে। আজ রবিবার মুওয়াত্তা ইমাম মালিক ও মুওয়াত্তা ইমাম মুহাম্মাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইন-শা-আল্লাহ।
|
ইন-শা-আল্লাহ, আগামীকাল, ১১ শা‘বান, ২২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু হবে। পরীক্ষার কিতাব বুখারী শরীফ সানী। ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।
|
মুহতারাম এডমিনগণ! ‘রিপোর্ট সংক্রান্ত’ মেনু থেকে স্ব স্ব মাদরাসার পরীক্ষার্থীদের নিবন্ধনপত্র, প্রবেশপত্র এবং নেগরান ও মুমতাহিন নিয়োগপত্র প্রিন্ট করুন এবং পরীক্ষার্থীদেরকে মুহতামিম সাহেবের স্বাক্ষরসহ নিবন্ধন ও প্রবেশপত্র প্রদান করুন এবং নেগরানগণ ও মুমতাহিনগণকে যথাক্রমে নেগরান ও মুমতাহিন নিয়োগপত্র দিন। উল্লেখ্য, নিবন্ধনপত্র ও প্রবেশপত্র প্রিন্টের জন্য ভালমানের কাগজ ব্যবহার করুন।
|
মারকায ও নেগরান তালিকা চূড়ান্ত করা হয়েছে। আপনার মাদরাসা কোন মারকাযে পরীক্ষা দিবে এবং আপনার মাদরাসার কোন শিক্ষক নেগরান নির্বাচিত হয়ে থাকলে কোথায় তিনি নেগরানী করবেন, তা আপনার ড্যাশবোর্ডের মারকায ও নেগরান সংক্রান্ত মেনু থেকে দেখে নিন।
|