আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ
সর্বপ্রথম মাদরাসার নাম (মাদরাসার এডমিন/মাদরাসার কম্পিউটার বিষয়ক কাজের দায়িত্বশীল) এর তথ্য প্রদান করুন। পূর্ণনাম বাংলায় লিখুন এবং সবগুলো ঘর পূরণ করুন। মোবাইল নম্বর প্রদানের ক্ষেত্রে যিনি মাদরাসার আইডি ব্যবহার করবেন তার মোবাইল নম্বরই লিখুন। কারণ পরবর্তীতে মাদরাসার একাউন্টে প্রতিবার লগইন করার সময় তার নম্বরে ওটিপি যাবে এবং সকল কাজে আল-হাইআতুল উলয়ার অফিস থেকে তার নম্বরে যোগাযোগ করা হবে।
এরপর “পরবর্তী” বাটনে ক্লিক করুন। অ্যাকাউন্ট যাচাই পেজ আসবে।
আপনার দেয়া ফোন নম্বরে ৬ ডিজিটের একটি ওটিপি যাবে, ওটিপি নম্বরটি টাইপ করুন। আপনার একাউন্ট তৈরি করার জন্য পাসওয়ার্ড সেট করুন। পাসওয়ার্ডটি ২বার টাইপ করে “পরবর্তী” বাটনে ক্লিক করুন।
এই ধাপ সফল হলে মাদরাসার তথ্য পূরণের পেজ আসবে। প্রতিটি ঘরে সঠিক তথ্য প্রদান করুন।
ইলহাক নম্বরের ঘরে অবশ্যই বোর্ড প্রদত্ত দাওরায়ে হাদীস এর "ইলহাক নম্বর" দিন। বোর্ড প্রদত্ত দাওরায়ে হাদীস এর "ইলহাক নম্বর" না থাকলে কিংবা বোর্ড থেকে দাওরায়ে হাদীস পরীক্ষার মঞ্জুরীপ্রাপ্ত না হলে আল-হাইআতুল উলয়ায় আবেদন করা যাবে না। এজন্য বোর্ডে যোগাযোগ করুন।
সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে বোর্ড থেকে প্রাপ্ত দাওরায়ে হাদীস মাদরাসা নিবন্ধনের ইলহাক মঞ্জুরীপত্র/রশিদ স্ক্যান করে যুক্ত করুন।
প্রয়োজনীয় তথ্যাদি পূরণের পরে "দাখিল করুন" বাটনে ক্লিক করুন। তখন আবেদনটি আল-হাইআতুল উলয়ার নিকট অনুমোদনের জন্য আসবে।
আবেদন মঞ্জুর হলে মাদরাসাটি পরবর্তী সকল কাজের জন্য উন্মুক্ত হবে।
আমি উপরোক্ত "মাদরাসা নাম দাখিলের সকল নিয়মাবলী" পাঠ করেছি।